“জগতটা আমার কাছে ছায়াছবির মত লাগে” -মাওলানা মুহিউদ্দিন খান কেন জানিনা হঠাত করে মনে হল মাওলানা মুহিউদ্দিন খানের আত্মজীবনীটা যদি পড়া যেত। তখন লকডাউন চুড়ায়। সব বইপত্রের দোকান বন্ধ, আরে ভাই জীবন বাচে না। তর তর করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রথম কিছুদিন এই ভাইরাস নিয়ে ব্যাপক চিন্তিত ছিলাম। কিন্তু এর...